জামালপুরে মেলান্দহে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মেলান্দহ কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি খলিলুর রহমান ওরফে ভিপি খলিল (৫৬) এবং মাহমুদপুর ইউনিয়ন আ’লীগের সদস্য লিখন মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার আইও এসআই মাহবুবুল আলম জানিয়েছেন, ২৯ জানুয়ারি দিবাগত রাতে পুলিশের অভিযানে গ্রেপ্তার পূর্বক তাদেরকে কোর্টে সোপর্দ করা হয়েছে। গত ২৯ অক্টোবর’২০২৪ সাবেক ছাত্রদলের সভাপতি মনোয়ার হোসেনের দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।