নোয়াখালী-ফেনী ফোরলেইন মহাসড়কের সেনবাগ উপজেলার ভূ্ইঁয়াদিঘী নামক স্থানে বৃহস্পতিবার সকালে গ্যাস পাম্প থেকে গ্যাস নিয়ে রাস্তায় বের হওয়ার সময় একটি দ্রুতগতির পিকআপের ধাক্কায় মোঃ আবদুল হাকিম (৪০) নামের এক সিএনজি চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। মৃত আবদুল হাকিমের বাড়ি সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড নজরপুর গ্রামে। সে ওই গ্রামের ছদর উদ্দিন ব্যাপারী বাড়ির আবদুল বারিকের ছেলে। ঘাতক পিকআপটি ঘটনার পর পরই পালিয়ে যায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান বৃহস্পতিবার বিকালে বলেন, পিকআপের ধাক্কায় এক সিএনজি চালকের মৃতু্যূ বিষয়টি শুনেছেন। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে বলে জানান।