খুলনায় জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক দক্ষতা উন্নয়ন কর্মশালা

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৩০ জানুয়ারী, ২০২৫, ০৭:১১ পিএম
খুলনায় জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক দক্ষতা উন্নয়ন কর্মশালা

”মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ অন ক্লাইমেড চেঞ্জ রিলেটেড লস এ্যান্ড ড্যামেজ,সাপোটিং দা স্টাবলিস্টমেন্ট অফ  এ লস এ্যান্ড ড্যামেজ ম্যাকানিজম ইন বাংলাদেশ”শীর্ষক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রম এর দক্ষতা উন্নয়ন কর্মশালা বৃহস্পতিবার নগরীর দৌলতপুরস্থ এ্যাডামস ইন্টিগ্রেটেড ট্রেনিং ইন্সটিটিউট এ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস্ এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক  নাদিম রেজা  খন্দকার। কর্মশালায় সভাপতিত্ব করেন এ্যাডামস্ এর নির্বাহী  পরিচালক এস,এম, আলী আসলাম। প্রকল্পের দক্ষতা উন্নয়ন কর্মশালায় সেশন উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ আতিকুল ইসলাম এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ সালাউদ্দিন ।  অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এ্যাডামস্ এর প্রকাল্প সমন্নয়ক মোঃ মিজানুর রাহমান রাজা। এ ছাড়াও সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, দেশী বিদেশী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রাইভেট সেক্টরের প্রতিনিধি এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ অত্র কর্মশালায় উপস্থিত ছিলেন। উল্লিখিত প্রকল্পটি -’ানীয় পর্যায়ে এ্যাডামস্ জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ে জার্মান ওয়াচ বাস্তবায়ন করছে। কর্মশালার উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের প্রভাব এর ক্ষয়-ক্ষতি এবং জলবায়ু অভিবাসীদের রিসেটেলমেনট বিষয় সম্পর্কে বিষদ আলোচনার মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

আপনার জেলার সংবাদ পড়তে