রংপুরে বাস-মাহেন্দ্রার সংঘর্ষে নিহত ৩

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৫, ১২:২২ পিএম
রংপুরে বাস-মাহেন্দ্রার সংঘর্ষে নিহত ৩

রংপুরে বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩ জন। একই সঙ্গে আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সাতমাথা চায়না হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি নাইট কোচ ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রার তিন যাত্রী মারা যান। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম জানান, মূলত ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা। মহেন্দ্রাকে চাপা মেরে বাসটি চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জনসাধারণ, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালায়। বাস দুটি পুলিশের হেফাজতে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে