সৈয়দপুরে অসহায়দের মধ্যে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৭ পিএম
সৈয়দপুরে অসহায়দের মধ্যে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ৩১ জানুয়ারি সকালে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা  আব্দুল মুনতাকিম। সৈয়দপুর শহর শাখার সহকারি সেক্রেটারি আব্দুল মোমেন সভা পরিচালনা করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাযহারুল ইসলাম, শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, রিজওয়ান হাসান,খায়রুল বাশার, আব্দুস সালাম, সাহাবাজ উদ্দিন, আসাদুল ইসলাম প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গণমানুষের কল্যাণ, ন্যায় ও ইনসাফপূর্ণ ইসলামী সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল্য লক্ষ্য। সে ধারাবাহিকতায় আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি দুর্গত মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সরকারসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে, যেখানে রাষ্ট্রই প্রত্যেক নাগরিকের আয়-রোজগারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ আশ্রয়স্থল হবে।  তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে