বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন (কালনী নদীর পূর্বপাড়ের হাওরে) অনুষ্ঠিত হবে হাওর উৎসব। ২ ফেব্রুয়ারি এ উৎসবে আয়োজন করা হবে। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে ট্যুরিজম বোর্ড, আই ডব্লিউ এম, সিইজি, আ্, এন এবং গ্রামীণ জনকল্যাণ সংসদ এর সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জনসচেতনতা বৃদ্ধির এই আয়োজনে প্রায় ১২ শতাধিক সমাজ কর্মী, পরিবেশ কর্মী, সমাজ সেবক, সরকারি কর্মচারী, সংবাদকর্মী ও ছাত্র প্রতিনিধি অংশগ্রহণ করবেন। মরুকরণ প্রক্রিয়া ঠেকাতে সেডিমেন্ট ম্যানেজমেন্ট, প্রোটিনের চাহিদা মেটাতে মৎস্য উৎপাদন, সবুজায়ন এবং কার্বন এমিশন কমাতে বৃক্ষরোপণ, সমাজে মানি ফ্রো তৈরিতে কমিউনিটি বেজড পর্যটন গড়ার লক্ষ্যে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সুনামগঞ্জের হাওরে "হাওর সমাবেশ" এর আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে আলোচনা, অডিও-ভিডিও প্রদর্শনী, গম্ভিরা ও প্রীতি ফুটবল ম্যাচ। সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া‘র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম। হাওর ট্যুরিজম বিষয়ে উপস্থাপনা করবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) আবু তাহের মুহাম্মদ জাবের। আলোচনায় অংশ নেবেন, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক করবেন জনাব মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর হাওর উৎসব বিশ্ব জলাভূমি দিবস ০২ ফেব্রুয়ারি সকাল ০৮:০০ ঘটিকা: রেজিস্ট্রেশন বেলা ১০:০০ ঘটিকা : আলোচনা, অডিও-ভিডিও প্রদর্শনী দুপুর ১২:৩০ ঘটিকা : মধ্যাহ্ন ভোজ, দুপুর ০১:৩০ ঘটিকা বেলা ০২:০০ ঘটিকা : গম্ভিরা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ০৪:০০ ঘটিকা গাছের চারা বিতরণ, সিলেট বিভাগ বনাম ময়মনসিংহ বিভাগ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যা ০৫:০০ ঘটিকায় অনুষ্ঠানের সমাপ্তি করা হবে।