চাঁদপুরে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৫, ০৪:১২ পিএম
চাঁদপুরে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁদপুর সদরের বাগাদী চৌরাস্তা এলাকায় বালুবাহী বেপরোয়া মিনি ট্রাকের ধাক্কায় নূরুল ইসলাম ভূঁইয়া (৪৮) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩১ জানুয়ারি)  বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী নূরুল ইসলাম ভূঁইয়ার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ষোলদানা এলাকায়। চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, বাড়ি থেকে চাঁদপুর শহরের আসার পথে বেপরোয়া গতির ওই মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ হারান নুরুল। পুলিশ ঘটনাস্থল থেকে মিনি ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহত নূরুল ইসলাম ভূঁইয়ার চাচাতো ভাই আজগর ভূঁইয়া জানান, গত কয়েক বছর আগে মধ্যপ্রাচ্য থেকে ফিরে গ্রামের বাড়িতে মাছের খামার দিয়ে সংসার চালাতেন নূরুল ইসলাম ভূঁইয়া। তার স্ত্রী ছাড়াও ২ সন্তান রয়েছে। ৪ ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন নূরুল। আদশা গ্রামের পারভেজ মোশাররফ জানান, প্রতিদিন বেপরোয়া গতির যানবাহনের কারণে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কে অসংখ্য দুর্ঘটনা ঘটছে। তাছাড়া এই সড়কের বিভিন্নস্থান ভাঙাচুরা। ফলে নির্ধারিত পাশ কাটিয়ে অন্যপাশে চলতে গিয়ে গতি হারিয়ে এমন দুর্ঘটনা ঘটে চলেছে। এই বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি। জানা গেছে, সদর মডেল থানা পুলিশ নিহত নূরুল ইসলাম ভূঁইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক মিনি ট্রাকটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে গেছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে