আজও তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৫, ০৪:৪১ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
আজও তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে আছে। শুক্রবার বিকেল ৩টায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা পুনরায় সড়ক অবরোধ করেন।

যাত্রীদের ভোগান্তি এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে ট্রাফিক গুলশান ডিভিশন।

নির্দেশনায় বলা হয়, গতকালের ন্যায় শুক্রবার বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজের সামনের সড়ক বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন। ফলে মহাখালী -আমতলী হয়ে গুলশান-১ এর দিকে এবং গুলশান-১ থেকে আমতলীমুখী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এক্ষেত্রে নিম্নেবর্ণিত সড়ক সমূহে ডাইভার্সন করা হচ্ছে।

বনানী-কাকলী থেকে জাহাঙ্গীর গেটগামী চালক/যাত্রীগণকে ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এছাড়াও মহাখালী থেকে আমতলী রাইট টার্ন করে যারা গুলশান ১ এর দিকে যাবেন তাদেরকে আমতলী হয়ে কাকলী /বনানীর দিকে সোজা গিয়ে কাকলী ক্রসিং অথবা আরও সামনে গিয়ে ইউ টার্ন নিয়ে বনানী /গুলশান ২ এর সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। আর বনানী /কাকলী থেকে আমতলীর দিকে যারা যাবেন তারা সোজা মহাখালী টার্মিনাল এর দিক দিয়ে যেতে পারবেন।

এরআগে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। অনশনে ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ৭ জন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার কলেজটির শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য, আমাদের অনশন কর্মসূচি শুরুর ২৪ ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি এসেছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু কারও মুখের কথা আমরা বিশ্বাস করতে চাই না। যতক্ষণ পর্যন্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে