বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুক্রবার জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল শেষে শাহবাগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।
জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শাহবাগে যায় ছাত্রশিবির। এরপর সেখানে অবস্থান নিয়ে দলটির নেতাকর্মীরা বক্তব্য দেন।
শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, ছয় মাস পেরিয়ে গেল, অথচ আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে দেখিনি। অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার কার্যকর করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও যোগ করেন, জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে আওয়ামী লীগ লুটতরাজ, হত্যা, গুম, খুন কায়েম করেছে। নির্বিচারে রাজনৈতিক বন্দিদের হত্যা করা হয়েছে। তাদের বিচার নিশ্চিত করে এ সরকারকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
শিবিরের সেক্রেটারি বলেন, কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে উল্টো বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। তারা এ জাতির ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে।
শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, ভেবেছিলাম বাংলাদেশের মাটিতে দ্রুত আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনও আমাদের ভাইদের হত্যা করছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না।