মুন্সীগঞ্জে বালুমহাল নিয়ে সংঘর্ষের জেরে ফের হামলা b

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৫, ০৬:২০ পিএম
মুন্সীগঞ্জে বালুমহাল নিয়ে সংঘর্ষের জেরে ফের হামলা b

মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী কালিরচর গ্রামে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালানো হয়েছে এতে পিংকি আক্তার (২০) নামের অন্তসত্ত্বা এক নারী উরুতে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পিংকি আক্তারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-মুন্সীগঞ্জ নৌ-সীমানা দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহতের ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খলিলুর রহমান জানান,শুক্রবার সাপ্তাহিক সরকারী ছুটি থাকায় নিহত রিফাত ও রাসেল এর মরদেহ পোষ্টমর্টেম করা যায়নি, তিনি আরো জানান বৃহস্পতিবার রাতে দুই পক্ষের গোলাগুলির ঘটনাস্থল চাঁদপুরের মতলব সীমানাধীন হওয়ায় শনিবার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে। পুলিশ ও গ্রামবাসী জানান,  বৃহস্পতিবার রাতে অবৈধভাবে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার  কালীরচর গ্রামের কাছে চাঁদপুর-মুন্সীগঞ্জ নৌ-সীমান্তবর্তী মেঘনা নদীতে জহিরুল ইসলাম ওরফে কানা জহির  ও কিবরিয়া মিজির গ্রুপের মধ্যে গোলাগুলিতে রিফাত ও রাসেল নামের দুজন নিহত এবং আইয়ুব আলী নামে অপর একজন আহত হয়।এর জেরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জহিরুল ইসলাম ওরফে কানা জহির এর  ভাই শাহীন বেপারীর নেতৃত্বে সংঘবদ্ধ একটি গ্রুপ কালীরচর গ্রামে প্রতিপক্ষ কিবরিয়া মিজির অনুসারী রাজু সরকারের বাড়িতে হামলা চালায়। এ সময় রাজুকে না পেয়ে তার বোন ৯ মাসের অন্তসত্ত্বা পিংকিকে সামনে পেয়ে গুলি ছোড়ে তারা। এতে ওই নারীর উরুতে গুলি লাগে। এদিকে গুলিবিদ্ব নিহত,২ এবং আহত অপর একজনকে  জনকে বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আনার পর,সংঘর্ষের ঘটনাস্থল নিয়ে মুন্সীগঞ্জ ও চ্াঁদপুর পুলিশ প্রশাসনের মধ্যে দ্বিধাদ্বন্দ তৈরী হয়। ফলশ্রুতিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহে ভোগান্তিতে পড়তে হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে