রাজারহাটে আ’লীগের সহসভাপতি গ্রেফতার

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৫, ০৬:৩১ পিএম
রাজারহাটে আ’লীগের সহসভাপতি গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে। শুক্রবার(৩১জানুয়ারী) দুপুরে তাকে তার গ্রামের বাড়ি দুধখাওয়া মন্ডলপাড়া থেকে গ্রেফতার করা হয় বলে থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম নিশ্চিত করেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মন্ডলের প্রথম ছেলে। এছাড়া তিনি রাজরাহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সহকারি অধ্যাপক। আওয়ামীলীগ সরকারের আমলে তিনি চাদ বাহিনী গঠন করে টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্ম করছিলেন বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারের পর পর পুলিশ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে