সুজানগর বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৯ এএম
সুজানগর বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

পাবনার সুজানগর পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। আগুনে বাজারের ৮টি দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এ সময়ে অগুনে ৪ ব্যক্তি আহত হয়েছে। গত সোমবার দিনগত রাতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।  সুজানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ আব্দুর আলীম জানান, সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে উক্ত বাজারের হেলাল হাজির মার্কেটের ডিজেল ও পেট্রোল ব্যবসায়ী মোঃ জোনাব আলীর দোকান থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। প্রায় ৩ঘন্টাব্যাপি চলা আগুনে উক্ত জোনাবের দোকান ছাড়াও পার্শ্ববর্তী রেন্টু প্রামাণিকের সেনেটারীর দোকান, আলাউদ্দিনের স্টিলের ফার্নিচারের দোকান, সোনাই শেখের হার্ডওয়ারের দোকান, জিলাল উদ্দিনের ওয়ার্কশপ, বজলু মৃধার রংয়ের দোকান, ঝন্টু শেখের ওয়ার্কশপ ও সাগর হোসেনের সেনেটারীর দোকান এবং দোকানে থাকা মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়। এ সময় আগুনে উক্ত জোনাব আলী (৫৫) এবং তার  দোকানের কর্মচারী রবিন হোসেনসহ ৪ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জোনাব আলী এবং রবিনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি। খবর পাবনা, সুজানগর, কাশীনাথপুর ও সাঁথিয়া উপজেলার দমকল বাহিনী ও আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে