কবি ও প্রাবন্ধিক রহিম ইবনে বাহাজের লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০৮ পিএম
কবি ও প্রাবন্ধিক রহিম ইবনে বাহাজের লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন

জামালপুরের মেলান্দহে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় রিপোর্টার্স ইউনিটিতে কবি ও প্রাবন্ধিক রহিম ইবনে বাহাজের লেখা ”সব দেখি ছারপোকা” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও সৈকত সাহিত্য সংসদ এর আয়োজন করেছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল। প্রধান অতিথির বক্তব্য রাখেন-জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাছান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কবি ও পর্বতারোহী ডা. ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, ৭১’র গেরিলা যোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা একেএম জহিরুল ইসলাম চৌধুরী, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার কবি মিজানুর রহমান বিপ্লব, বইয়ের লেখক রহিম ইবনে  বাহাজ, প্রবিন সাংবাদিক আলমগীর আহমেদ শাহ জাহান, আদ্রা আ: মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি ফরহাদ হোসেন, কবি আল হোসাইন খোকন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ, নাটাই সম্পাদক হাবিবুর রহমান, স্বরকলার সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, আনছার ভিডিপি কমান্ডার রবিউল ইসলাম, কবি এসএম বুলবুল, কবি আল আমিন রুহানী, জাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বকুল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে