রংপুরের পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিরির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পীরগাছা সরকারি কলেজ হলরুমে শিক্ষা শিবিরের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের ইসলামীর আমীর বজলুর রশিদ মুকুল। উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারী আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের সভাপতি অধ্যাপক মোত্তালিব হোসাইন, রংপুর জেলা সহকারি সেক্রেটারী মাওলানা মোস্তাক আহম্মেদ। সভায় পর্যালোচনা, গ্রুপ ভিত্তিক আলোচনা, জবাবদিহীতা, ইসলামী সংগীত, কৌতুক, অভিনয়সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।