রাজবাড়ীর পাংশায় প্রথমবারের মত মরহুম আব্দুল আজিজ সরদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর খেলা শুরু হয়েছে। পাংশা ক্রিকেট একাডেমীর আয়োজনে শনিবার (১ফেব্রুয়ারী) পাংশা সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মরহুম আব্দুল আজিজ সরদারের ভাই মো. শওকত আলী সরদারের সভাপতিত্বে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা। উল্লেখ্য মরহুম আব্দুল আজিজ সরদার ছিলেন পাংশা পৌরসভার প্রথম মেয়র।