গফরগাঁওয়ে মাদ্রাসা আওলাদে মানুষের ঢল

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ০২:০৮ এএম
গফরগাঁওয়ে  মাদ্রাসা আওলাদে মানুষের ঢল

ময়মনসিংহের গফরগাঁওয়ে ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী, শায়খুল হাদিস আল্লামা সায়্যিদ হুসাইন আহমদ মাদানি রহ. এর সুযোগ্য দৌহিত্র আওলাদে রাসুল সা. হাফেজ আল্লামা সায়্যিদ হাসান আসজাদ মাদানির আগমন উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় উপজেলার ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদ্রাসা মাঠে বয়ান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান রানা'র আমন্ত্রণে উক্ত মাদ্রাসার আগমনে আওলাদে রাসূলকে দেখতে এবং তার মূল্যবান বয়ান শুনতে গফরগাঁও উপজেলা সহ আশেপাশের উপজেলা থেকে অসংখ্য মানুষ উপস্থিত হন। তিনি প্রায় দুই ঘণ্টা মাদরাসায় অবস্থান করেন এবং বয়ান শেষে উপস্থিত সবার জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে