কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়িয়ায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আরো এক মোটরসাইকেল আরোহী আহতের ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা বারটায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে যাত্রীবাহী কাজী এন্টারপ্রাইজ নামক বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত হন। এ সময় মোটরসাইকেল আরোহী আরো একজন আহত হন। নিহত মোটরসাইকেল চালক নাটোর জেলার সদর উপজেলার চৌধুরীবাড়ি এলাকার শুভ (৩২) ও আহত ব্যক্তি একই এলাকার হাসেন আলীর ছেলে মোস্তফা (৩২)। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা বারোটায় কুষ্টিয়াগামী মোটরসাইকেল আরোহী পাবনা অভিমুখী একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায় এবং মোটরসাইকেল আরোহী আহত অবস্থায় গ্রাম্য ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। ঘটনা সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোঃ মমিনুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।