পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩৮ পিএম
পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে উপজেলা অডিটোরিয়ামে শনিবার দুপুরে জাতীয় নাগরিক কমিটি পীরগঞ্জ শাখার উদ্যেগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক  মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এ এস মজুন, শেখ রেজওয়ান আলমগীর, এস আই সুমন প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন,একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফ্যাসিষ্ট আ’লীগ সরকারকে বিদায় করেছি। সেই আ’লীগ সরকার ও তার দোসরদের দ্রুত বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা পিছুপা হব না । পতিত আ’লীগ ও তার দোসরেরা বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে যে অপপ্রচার চালাচ্ছে। এ সবের বিরুদ্ধে আমাদেক সোচ্চার থাকতে হবে । আ’লীগের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায়  দেশবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে ।

আপনার জেলার সংবাদ পড়তে