নিষিদ্ধ ছাত্রলীগ সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির যে কর্মসূচি ঘোষণা করেছে তা প্রতিহত করতে নওগাঁর মহাদেবপুরে উপজেলা যুবদল ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা সদরের এশিয়া ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঘোষপাড়ার মোড়, মধ্যবাজার, পোষ্ট অফিস মোড় হয়ে বকের মোড়, মাছের মোড়, বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে মাছের মোড় রিক্সাস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে আয়োজিত সমাবেশ অন্যদের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, গোলাম ইয়াজদানী শাম্মি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ। এছাড়া অন্যদের মধ্যে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপির ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো, খাজুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তায়েজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন দূরন্ত, আনোয়ার হোসেন, বাপ্পি কুমার রনি, মিনহাজ উদ্দিন, রুবেল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেরাব হোসেন জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য আতিকুর রহমান আতিক, ছাত্রদল নেতা রহমত আলী, রনি প্রমুখ। এরআগে শুক্রবার দিবাগত রাতে উপজেলা ছাত্রদলের নেতা রহমত আলীর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যেকোন কর্মসূচি নস্যাৎ করার ঘোষণা দেন।