বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (মোঃ ছানা উল্যাহ; নবাবগঞ্জ, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৫ এএম
বিজয় দিবস  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মহান বিজয় দিবস ২০২৪ এবং বুদ্ধিজীবী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মংগলবার বিকেল ৪টায় উপজেলা পরিসদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত তাসনীম আওন। সভায় সরকারি নির্দশনা মেনে যথাযথ ভাবে দিবসগুলি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। দিবস পালনে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা, রচনা প্রতিযোগিতাসহ উপজেলা  পর্যায়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, শহীদদের স্বরণে বিশেষ দোয়া, হাসপাতাল  ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউ পি চেয়ারম্যান, শিক্ষ ক, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে