বাঘায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:২০ পিএম
বাঘায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজশাহীর বাঘায় বিজয় সরদার (২০) নামের এক যুবক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে আড়ানী-পুঠিয়া সড়কের ফুলতলা বাসুদেবপুর স্থানে এই ঘটনাটি ঘটেছে। বিজয় সরদার আড়ানী পৌরসভার গোচর গ্রামের লোকি উদ্দিন সরদারের ছেলে। জানা গেছে, রোববার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। সে আড়ানী-পুঠিয়া সড়কের ফুলতলা বাসুদেবপুর নামকস্থানে পৌঁছলে ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে