কিশোগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের চারিগাতি শাহিদুর রহমান মডেল হাই স্কুলে গত কাল রোববার সকাল দশটায় বর্ণ্যাঢ্য আয়োজনে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল দশটায় বিদ্যালয়ের আঙ্গীনায় এক বর্ণ্যাঢ্য আয়োজনে এই অনুষ্ঠানটি উদ্বোধবন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরাধন কুমার দেব। এই উপলক্ষে স্কুল করিডোরে পাঁচটি পিঠা ষ্টল ও একটি ফুলের রাজ্য ষ্টল স্থান পায়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অত্র বিদ্যালয়েল সভাপতি মোঃ শাহিদুর রহমান সভায় বক্তব্য রাখেন। এই ষ্টল গুলো হলো পিঠার রাজ্য, ইষ্টি কুঠুম, বসন্ত বিলাস, পিঠা ঘর, বিলাসি পিঠা ও ফুলের রাজ্য। এই পিঠা উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার জনগণ বিভিন্ন ধরণের পিঠা ও ফুলের টপ ক্রয় করেন। এই হাওর উপজেলার একমাত্র প্রতিষ্ঠানটি প্রতি বছর শীতকালে বাহারি পিঠা উৎসবের আয়োজন করে থাকে। বিকেল চারটা পর্যন্ত এই মেলা চলবে বলে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন।