মেডিকেলে চান্স পাওয়া বৈশাখীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
আমানুল হক আমান; বাঘা, রাজশাহী
| প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০১ পিএম
রাজশাহীর বাঘা পৌরসভার চকনারায়নপুর গ্রামের দিনমুজুর আজ বাহার আলীর মেয়ে বৈশাখী আক্তার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ স্থানীয় নেতাদের সাথে নিয়ে বৈশাখীর বাড়িতে উপস্থিত হয়ে মেডিকেলে পড়ার বই সামগ্রী ও নগদ অর্থসহায়তা করেন। চলতি শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রংপুর মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন বৈশাখী আক্তার। বৈশাখী আক্তারকে এর আগে ৩০ জানুয়ারী বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার অফিসে ডেকে আর্থিক সহায়তা প্রদান করেন।