তানোরে সাইকেল চালানোর সময় স্টোকে বিএসসি শিক্ষার্থীর মৃত্যু

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১৫ পিএম
তানোরে সাইকেল চালানোর সময় স্টোকে বিএসসি শিক্ষার্থীর মৃত্যু
রাজশাহীর তানোরে বাইসাইকেল নিয়ে ব্যায়াম করতে গিয়ে চলন্ত সাইকেলেই স্টোকে এক বিএসসি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই ছাত্রের নাম সাখাওয়াত হোসেন দূর্জয় (২৪)। তার বর্তমান বাড়ি গুবিরপাড়া মহল্লায়। তিনি সম্প্রতি চাঁপাই নবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করে ঢাকাতে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়ানরত। প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, রোববার ২ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিদিনের ন্যায় ব্যায়াম করার জন্য সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে মোহর গ্রামের দিকে যাচ্ছিলেন দূর্জয়। এসময় মোহর গ্রামের হাকিম বাজার নামক মোড়ের কাছে হঠাৎ সাইকেল নিয়ে পড়ে যান তিনি। মোড়ের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দূর্জয়ের স্থায়ী বাড়ি উপজেলার মালশিরা গ্রামে। পিতার নাম খালিদুর রহমান। তিনি তানোর পৌরসভা টিবিএম কলেজের ড্রেস মেকিং বিভাগের ট্রেড ইন্সপেক্টর পদে চাকুরি করেন। পরিবার ও চিকিৎসকরা বলেন, দূর্জয় শারীরিক গঠনে স্বাভাবিক থেকে একটু মোটা। এজন্য ডাক্তারের পরামর্শে তিনি প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সাইকেল নিয়ে বের হন। এসময় তিনি চলন্ত সাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এরিপোর্ট লিখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মৃতের লাশ তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েদেখা গেছে। দূর্জয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে গুবিরপাড়াসহ তানোরজুড়ে শোকের ছায়া নেমে আসে। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে