পাবনার সুজানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে তার সমর্থকরা পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার প্রেক্ষিতে রোববার রাতে সুজানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথবাহিনী।
পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজে যাদের ছিনতাইয়ের ঘটনা ঘটাতে দেখা গেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মোর্তেজা আলী খান জানিয়েছেন, গতকাল বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে গ্রেফতার হওয়া সুজানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে তার সমর্থকরা পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেয়। এতে পুলিশের ৮ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
তথ্য বলছে, আব্দুল ওহাব ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।