হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে স্থাপিত সেনা ক্যাম্পের আওতাধীন উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগরের শামসুল হক উজ্জ্বল (৩৫) আরশ আলী (৪০) তাজপুর গ্রামের মারাজ মিয়া (২৫) ফতেহপুর গ্রামের ওলি মিয়া (৩০) ফতেহপুর গ্রামের কামাল মিয়া (৪০)কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৫৬০ টাকার জাল নোট, ১৪ পিছ ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, মোবাইল, ছোরা ও মাদক সেবনের বিভিন্ন উপকরন জব্দ করেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।