হাতি পালনের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় জরিমানা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:২৫ পিএম
হাতি পালনের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় জরিমানা

হাতি দিয়ে চাঁদাবাজি এবং হাতি পালনের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় মাহুতকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। জরিমানার টাকা রোববার রাতে পরিশোধ করে মুক্ত হয়েছেন মাহুত মো. রাব্বি। সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে সামাজিক বনবিভাগের বরিশাল সদর রেঞ্জের কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শাহরুখ আলম শান্তুনু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেছেন। দন্ডিত মাহুত রাব্বি (২২) মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামের বাসিন্দা। মাহুত রাব্বির কাছে থাকা হাতি মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের হাজী মইন উদ্দীনের। ১২ বছর পাঁচ মাস বয়সের হাতির নাম ‘ফুল সুন্দরী’। রেঞ্জ কর্মকর্তা বলেন, বানারীপাড়া থেকে হাতিটি নিয়ে কুয়াকাটার উদ্দেশে রোববার বিকেলে রওনা হয়েছিলেন মাহুত রাব্বি। নগরী অতিক্রমকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের কাছ থেকে হাতি দিয়ে চাঁদা উত্তোলন করা হয়। খবর পেয়ে নগরীর সাগরদী এলাকায় এসে মাহুতকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত উপেক্ষা করে তিনি হাতি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে মাহুত রাব্বিকে হাতিসহ আটক করা হয়। রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, হাতির পজেশন সার্টিফিকেট মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাহুত রাব্বিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাতে জরিমানার টাকা পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা রেখে মাহুতকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে হরিণ, হাতি, ময়ূর ও কুমির লালন-পালনের জন্য বনবিভাগের কাছ থেকে অনুমতি ‘পজেশন সার্টিফিকেট’ নিয়ে প্রতিবছর ওই সার্টিফিকেট নবায়ন করতে হয়।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW