নববধূ নিয়ে বাড়িতে ফেরার পথে বরের মৃত্যু

এফএনএস (জিন্নাতুল ইসলাম জিন্না; লালমনিরহাট) : : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০০ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
নববধূ নিয়ে বাড়িতে ফেরার পথে বরের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরা হলো না জাহিদুল ইসলাম (২২) নামে এক নব বিবাহিত যুবকের। নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে স্ট্রোক করে মাঝপথেই তার মৃত্যু হয়। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নব বিবাহিত বর জাহিদুল ইসলাম তার শ্বশুরবাড়ি কালীগঞ্জের চৌধূরীরহাট থেকে তার নব বিবাহিত স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি কাকিনা আসার পথে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, বাড়িতে বিয়ের অনুষ্ঠানিকতা শেষ করে আত্নীয় স্বজনসহ কনের বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়। সন্ধ্যায় বর যাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যায়। বিয়ে পড়ানো শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পরে। পরে বর যাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কাকিনা ইউনিয়নের (৫ নং ওয়ার্ড) সদস্য মোঃ শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। বিয়ে করে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে স্ট্রোক করে আজিজুল ইসলামের মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানায়, নব বিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে