নাচোলে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:২০ পিএম
নাচোলে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে  জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় কমিটির সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, নাচোল পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, বাশিস নাচোল উপজেলা শাখার সভাপতি তাজাম্মুল হক, সাধারণ সম্পাদক আমির উদ্দীন, সাবেক সভাপতি আব্দুর রহিম ও জহিরুদ্দীন, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিকুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুল হকসহ উপজেলার উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ এবং বিভন্নি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন ব্যাডমিন্টন, ভলিবল (একক ও দৈত) খেলা অনুষ্ঠিত হয়। ৪ফেব্রুয়ারী মঙ্গলবার ৫৩তম ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে