তারাগঞ্জে প্রহরীকে বেঁধে হিমাগারে ডাকাতি

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩৩ পিএম
তারাগঞ্জে প্রহরীকে বেঁধে হিমাগারে ডাকাতি

ঘন কুয়াশার রাতে নৈশ প্রহরী ও মেশিন অপারেটরকে বেধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে । রবিবার দিবাগত গভীর রাতে ওই ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে । ঘটনাটি ঘটেছে রংপুরে-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন তারাগঞ্জ উপজেলায় অবস্থিত ব্রাদার্স কোল্ড স্টোরেজে। খবর পেয়ে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায়, আনুমানিক রাত ১টা থেকে ভোর ৪টা পর‌্যন্ত এ ঘটনা ঘটে । প্রায় ২০ থেকে ২৫ জনের ডাকাত দলটি দেশীয় অস্ত্র নিয়ে স্টোরেজের পিছনের সীমানা প্রাচীরের উপর দিয়ে ভিতরে প্রবেশ করে । ভিতরে ঢুকে তারা প্রথমেই টহলরত দুই নৈশ প্রহরীকে বেধে তাদের মাধ্যমে মেশিন অপারেটরকে ডেকে নেন। এরপর মেশিন অপারেটরকেও বেধে রেখে হিমাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। হিমাগারের মালিক ও কর্মচারীদের সূত্রে জানা গেছে, ট্রান্সমিটার, মেশিনারিজ কয়েল, মটর, বৈদ্যুতিক তারসহ আনুমানিক প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে যায় ডাকাতেরা । সকালে এ ঘটনা জানাজানি আশেপাশের হিমাগার ও কলকারখানা মালিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানান কয়েক ব্যবসায়ী । খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে যান তারাগঞ্জ থানা পুলিশ, রংপুরের ডিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা । বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোঃ আবু সাইম । এসময় তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, রাতে পুলিশের টহল বৃদ্ধি করা হবে । ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে । আশা করছি শীঘ্রই তাদের চিহ্নিত করা যাবে ।

আপনার জেলার সংবাদ পড়তে