তিতুমীর কলেজ: আন্দোলন শেষে এক সপ্তাহ পর ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:২০ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
তিতুমীর কলেজ: আন্দোলন শেষে এক সপ্তাহ পর ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা

ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা সাত দিন আন্দোলন করার পর ক্লাস ও পরীক্ষায় ফিরেছেন। সরকারের আশ্বাসের ভিত্তিতে তারা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছেন, তবে সাতদিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন। এরই অংশ হিসেবে তারা সড়ক অবরোধ, অনশন এবং বিভিন্ন কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীদের দাবি, কলেজের অবকাঠামো ও শিক্ষার মান উন্নত করতে একে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা প্রয়োজন।

গত ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর সাত কলেজকে বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে মুক্ত করার ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর থেকেই তিতুমীর কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামে।

শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্যর’ সাত দফার মধ্যে অন্যতম দাবিগুলো হলো:
- কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর
- বিশ্ববিদ্যালয়ের জন্য নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা
- শতভাগ শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা
- শিক্ষা মানোন্নয়নে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ
- সেমিস্টার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু

এই দাবিগুলোর প্রেক্ষিতে শিক্ষার্থীরা টানা সাত দিন আন্দোলন চালিয়ে যান। তাদের কর্মসূচির মধ্যে সড়ক অবরোধ, রেলপথ অবরোধ এবং আমরণ অনশন অন্তর্ভুক্ত ছিল। এতে রাজধানীর যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের কিছু দাবির ব্যাপারে আশ্বাস দেন। তিনি জানান:
- ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম কীভাবে হবে, তা শিক্ষার্থী প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
- কলেজের আশেপাশের জমি বরাদ্দের মাধ্যমে আবাসন সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হবে।
- শিক্ষক সংকট সমাধানে দ্রুত পিএইচডি ডিগ্রিধারী ও অভিজ্ঞ শিক্ষকদের পোস্টিং নিশ্চিত করা হবে।
- শিক্ষা মানোন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করা হবে।

সরকারের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছেন এবং ক্লাস ও পরীক্ষায় ফিরেছেন। তবে তারা জানিয়েছেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে যদি সরকারের আশ্বাসের বাস্তবায়ন দেখতে না পান, তাহলে পুনরায় আন্দোলনের ডাক দেবেন।

শিক্ষার্থীদের অন্যতম নেতা নূর মোহাম্মদ বলেন, “আমরা আপাতত সাতদিন কর্মসূচি স্থগিত করছি। এ সময়ের মধ্যে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখি, তাহলে আবারও আন্দোলন শুরু করব।”

ক্লাসে ফেরা শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রোহান হোসেন বলেন, “আশা করি সরকার আমাদের দাবি নিয়ে আর কালক্ষেপণ করবে না। আমরা পড়াশোনার পরিবেশ চাই, ঝামেলা চাই না।” ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, “প্রথম দিন বলে ক্লাসে উপস্থিতি কিছুটা কম, তবে আশা করি পরবর্তী দিনগুলোতে তা স্বাভাবিক হবে।”

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে