স্কুল ভবনের ওপর উপড়ে পরা গাছ অপসারণ হয়নি আট মাসেও

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১৬ পিএম
স্কুল ভবনের ওপর উপড়ে পরা গাছ অপসারণ হয়নি আট মাসেও

ঘূর্নিঝড় রিমালে সদর উপজেলার দিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওপর উপড়ে পরা গাছ গত আট মাসেও অপসারণ করা হয়নি। ফলে চরম ঝুঁকির মধ্যে রয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। পাশাপাশি যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা। খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ের ১৮০ জন শিশু শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে। শুধু শিক্ষার্থীরাই নয়; শিক্ষক এবং অভিভাবকরাও সব সময় আতঙ্কে রয়েছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটিসহ সংশ্লিষ্টরা গাছটি অপসারণে শত চেষ্টা করেও কোন সুফল পাচ্ছেন না। বন বিভাগ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিতভাবে বিষয়টি জানিয়েও কোন সুফল মেলেনি। বিদ্যালয়ের প্রধানশিক্ষক মমতাজ বেগম বলেন, ঘূর্নিঝড় রিমালে গত আট মাস পূর্বে স্কুল ভবনের পাশের বিশালাকার কৃষ্ণচূড়া গাছটি স্কুল ভবনের প্রবেশদ্বারের ছাউনির ওপর পরে ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। এতে বিদ্যালয়ের ১৮০ জন শিশু শিক্ষার্থী ঝুঁকির মধ্যে রয়েছে। শিক্ষার্থীরা গাছটির কারণে প্রায়ই আঘাত পাচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। গাছটি সরানোর সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শীঘ্রই উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বন বিভাগের প্রতিনিধি এবং উপজেলা শিক্ষা অফিসের সমন্বয়ে গাছটি সরানোর চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, গাছটি সরকারি হওয়ায় বন বিভাগ দরপত্র আহবান করবে গাছটি অপসারণের জন্য। সম্পূর্ন কাজটি একটি নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে করতে হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে