পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বাবুর্চি বাড়ি এলাকায় রামনাবাদ নদী থেকে এক অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে দশটায় স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। এরপর তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য দুলালকে জানায়, তিনি গলাচিপা থানাকে অবহিত করলে, তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ওসি মোঃ আশাদুর রহমান বলেন, “আমরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেছি। মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এছাড়া, সিআইডির চৌকস টিমকে খবর দেওয়া হয়েছে।” অজ্ঞাত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।