শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নগরীতে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী নগরীর ব্রাউন কম্পাউন্ড মসজিদ সংলগ্ন ১৬ নম্বর ওয়ার্ডের দি বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওয়ার্ড বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুম্মানের সহযোগিতায় গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের পরিচালনায় নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের ফ্রি চিকিৎসা, বিদেশী লেন্স ছাড়া ছানি অপারেশন ও স্বাস্থ্য সেবা ক্যাম্পে সেবা প্রদান করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য ও ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক কামরুল হাসান রতন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চপল, ওয়ার্ড যুদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম টিপু, আমিরুল ইসলাম, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি উজ্জ্বল বাড়ৈ, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সজল প্রমুখ।