আওয়ামীলীগ ইউনিয়ন নেতার দাপট

সুন্দরগঞ্জে পাকা সড়ক সুরঙ্গ করে ড্রেন নির্মাণ!

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৯ পিএম
সুন্দরগঞ্জে পাকা সড়ক সুরঙ্গ করে ড্রেন নির্মাণ!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চন্ডিপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ নেতার দাপটে ১৪৯০ মিটার দীর্ঘ তিস্তা সেতুর পাঁচপীর-ধর্মপুর প্রধান সংযোগ সড়কের প্রস্থ বরাবর সুরঙ্গ করে সেচ মটরের ড্রেন নির্মাণ করে সেচ অব্যাহত রাখায় সড়কের ওই অংশ দেবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিন পরিদর্শন কালে দেখা গেছে, উপজেলা চন্ডিপুর ইউনিয়নের আওয়ামীলীগের ৯নং ওয়ার্ড সভাপতি মৃত কছিম উদ্দিনের ছেলে আব্দুর রহমান দাপট খাটিয়ে তার সেচ মটর থেকে ২/৩ খন্ড জমিতে পানি দেওয়ার জন্য সীচা বাজারের দক্ষিণ পার্শ্বে প্রধান সড়কটি প্রস্থ বরাবর সুরঙ্গ করে ড্রেন নির্মাণ করেন। এতে করে সড়কটি যে কোন মুহুর্তে দেবে গিয়ে বড় ধরনের দুঘটনার স্বীকার হতে পারে চলাচলরত হালকা ভারী যানবাহন। ঘটতে পারে জীবন হানির ন্যায় ঘটনা বলে এলাকাবাসী সংশয় প্রকাশ করছেন। এলাকাবাসী প্রতিবাদ করলেও দাপুটে আওয়ামীলীগ নেতা কর্ণপাত করছেন না। উপরন্ত জীবন নাশের হুমকি-ধামঙ্কি অব্যাহত রেখেছেন। এব্যাপারে উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, অভিযোগ পেলে তা সংশ্লিষ্টদের মাধ্যমে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে