রাজশাহীর বাঘায় ৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এর আয়োজনে হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির বাঘা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, রবীন্দ্রনাথ সরকার, হাবিবুর রহমান, আবুল কালাম, আকরাম হোসেন, আব্দুল হামিদ,আজিবুর রহমান,বাবুল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমানসহ প্রমুখ। উল্লেখ্য, দেশের খেলাধুলার ইতিহাসে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যমণ্ডিত। অংশগ্রহণকারীর দিক থেকেও এটি দেশের সর্ববৃহৎ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে প্রতি বছর দেশব্যাপী শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে ২৬ জানুয়ারি থেকে শুরু হয়েছিল ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা এবং ৪ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো।