বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪-এর শেষ পর্বে এসে চট্টগ্রাম কিংসের বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন ম্যাচের আম্পায়াররা। গত শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে সানির বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হওয়ায় মাঠের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রবীন্দ্র উইমলাসিরি এ বিষয়ে রিপোর্ট করেছেন। বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান জানিয়েছেন, ‘আম্পায়াররা তার বোলিং অ্যাকশন সম্পর্কে রিপোর্ট করেছেন, এবং নিয়ম অনুযায়ী সাত দিনের মধ্যে তাকে পরীক্ষার মুখোমুখি হতে হবে। তবে পরীক্ষার ফল আসার আগ পর্যন্ত বিপিএলে তার খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই।’
বিসিবির সূত্র অনুযায়ী, সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা ফাইনালের পরদিন, অর্থাৎ শনিবার বিসিবির তত্ত্বাবধানে নেওয়া হতে পারে। এটি প্রথমবার নয়, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় তাকে নিষিদ্ধ করা হয়েছিল, তবে পরবর্তীতে অ্যাকশন সংশোধন করে ক্রিকেটে ফিরে আসেন। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৮.৩০ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছেন সানি। লিগ পর্বের শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে ৪ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর প্রথম কোয়ালিফায়ারে ২ ওভার বল করে ১১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। যদিও তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে, তবে বিপিএল নিয়ম অনুযায়ী তিনি পরবর্তী ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন।
আগামীকাল খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে সানির খেলার সুযোগ রয়েছে। এদিকে, চট্টগ্রামের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশনও সন্দেহজনক হিসেবে রিপোর্ট করা হয়েছিল। তিনি ইতোমধ্যে পরীক্ষা দিয়েছেন, তবে তার ফল এখনো প্রকাশ করা হয়নি। বিপিএলের মাঝপথে এমন পরিস্থিতি দলের জন্য কিছুটা অস্বস্তির হলেও, চট্টগ্রাম কিংসের কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট আত্মবিশ্বাসী যে সানি প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্রুতই স্বাভাবিক খেলায় ফিরতে পারবেন।