ফাইনালের টিকিট নিশ্চিত করতে আজ মুখোমুখি চট্টগ্রাম ও খুলনা

এফএনএস স্পোর্টস ডেস্ক | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১০ পিএম
ফাইনালের টিকিট নিশ্চিত করতে আজ মুখোমুখি চট্টগ্রাম ও খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ফাইনালে জায়গা করে নিতে আজ বুধবার দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচ।

লিগ পর্বে শেষ দুই ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করে খুলনা টাইগার্স। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে তারা।

অন্যদিকে, পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকার সুবাদে প্রথম কোয়ালিফাইয়ারে খেলার সুযোগ পায় চট্টগ্রাম কিংস। তবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় দলটি। তবে তাদের ফাইনালের স্বপ্ন এখনও শেষ হয়নি। আজকের ম্যাচে জয় পেলেই তারা জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে।

খুলনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন কোনো বিদেশি খেলোয়াড় দলে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন চট্টগ্রাম কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন। তিনি বলেন, ‘এ রকম কোনো পরিকল্পনা নেই আমাদের। শুধু বড় নাম আনলেই হবে না, তাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হয়। ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটি আদর্শ নয়। দীর্ঘ ভ্রমণের পর জেট ল্যাগও সমস্যা হতে পারে।’

চলতি বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলেছেন পাকিস্তানের উসমান খান ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এছাড়া বর্তমানে দলে আছেন খাজা নাফি, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী ও বিনুরা ফার্নান্দো।

আজকের ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশালের বিপক্ষে, আর পরাজিত দলের এবারের বিপিএল যাত্রা এখানেই শেষ হবে। এখন দেখার বিষয়, শেষ হাসি হাসবে কোন দল—খুলনা টাইগার্স নাকি চট্টগ্রাম কিংস।

আপনার জেলার সংবাদ পড়তে