ঘোড়াঘাটে ভুট্টা ও রবি ফসলের চাষ লক্ষমাত্রা অতিক্রম করেছে

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫৮ পিএম
ঘোড়াঘাটে ভুট্টা ও রবি ফসলের চাষ লক্ষমাত্রা অতিক্রম করেছে

দিনাজপুরের ঘোড়াঘাটে এবারে ভুট্টাসহ আলু,গম ও অন্যান্য রবি ফসলের চাষ লক্ষ মাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে বলে জানান ঘোড়াঘাট কৃষি অধিদপ্তর। ঘোড়াঘাটের করতোয়া নদির বুক চিরে ধুধু বালুর চর সহ উচু ও মাঝারি উচু জমিতে ভুট্টা চাষে বিপ্লব ঘটিয়েছেন এলাকার কৃষকেরা। কৃষি অফিসার রফিকুজ্জামান আমার দেশ কে জানান,উপজেলায় ১ লক্ষ ৩হাজার হেক্টর চাষযোগ্য জমি রয়েেেছ। তার মধ্যে ভুট্টা ১হাজার ৯২ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। এছাড়া আলু ২হাজার ৮৫ হেক্টর,গম ৮১ হেক্টর,শাকসব্জি ৬৩০হেক্টর,সূর্য্যমুখী ১০হেক্টর,পেয়াজ ৯ হেক্টর,রসুন ৪ হেক্টর ও মরিচ ২ হেক্টর জমিতে চাষাবাদে লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। ঘোড়াঘাটে বিভিন্ন চরাঞ্চলের ৯হাজার হেক্টর জমির মধ্যে ৮হাজার ৮০ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ করা হয়ে থাকে। এ সব জমির বেশির ভাগ অংশেই চাষ হচ্ছে ভুট্টা। এ উপজেলায় ভুট্টা চাষ শুরু হয় রাজশাহী কৃষি উন্নয়নের সহাযোগীতায় ২০০১সালের দিকে। ওই বছরে ১হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়। কৃষকেরা ভুট্টা চাষ করে লাভবান হওয়ায় ধীরে ধীরে উপজেলার বিভিন্ন অঞ্চলে ভুট্টা চাষ বাড়তে থাকে। তবে এলাকার কৃষকদের দাবী এখানে সরকারীভাবে ভুট্টা ক্রয়কেন্দ্র চালু করা হলে তারা ন্যায্য মুল্য পাবেন। উপজেলার ভর্নাপাড়ার কৃষক মাসুদ মিয়া বলেন ভুট্টা চাষ করে আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ঘোড়াঘাটে ভুট্টা  চাষের মাধ্যমে এ উপজেলার পাল্টে গেছে মানুষের জীবনযাত্রা।ঘোড়াঘাট উপজেলার কৃষি অফিসার রফিকুজ্জামান আমার দেশকে জানান,এ উপজেলায় ভুট্টা চাষের মাধ্যমে কৃষকেরা কৃষিতে বিপ্লব ঘটানোর চেষ্টা করছেন। আমরা তাদেরকে সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে