বকশীগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

এফএনএস (সরকার আবদুর রাজ্জাক; বকশীগঞ্জ, জামালপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩০ পিএম
বকশীগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুরের বকশীগঞ্জে ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটানাস্থলেই  নিহত হয়েছে । বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশীগঞ্জ - শেরপুর মহাসড়কে এই দূর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মটরসাইকেল আরোহী মনিরুজ্জামান মিন্টু রৌমারি উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে। বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মনিরুজ্জামান মিন্টু বুধবার সকাল ৮টার দিকে মোটর সাইকেল যোগে শেরপুর যাওয়ার পথে চরকাউরিয়া মাষ্টার বাড়ী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান মিন্টুর মৃত্যু হয়। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল  লাশ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্থান্তর করেছে।  বকশীগঞ্জ হাইওয়ের থানার (ওসি) ইসতিয়াক আহম্মেদ জানান, ঘটনার পর পরই  ট্রাক চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে