জ্যামাইকায় চালকের আসনে টাইগাররা

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৭ এএম
জ্যামাইকায় চালকের আসনে টাইগাররা

জ্যামাইকা টেস্টটা তৃতীয় দিনে এসে যেন নাটকীয় এক মোড়ই নিয়ে ফেললো। প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেটের পতনের সাথে বাকি দুই সেশনে ব্যাট হাতে বাংলাদেশের দৃঢ়তার ফলে ম্যাচে এখন চালকের আসনে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে থাকা বাংলাদেশের লিড এখন ২১১ রান, হাতে রয়েছে ৫ উইকেট। ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশনে ক্যারিবিয়দের ৭ উইকেট ফেলে দিয়ে লিডের সম্ভাবনা জাগান টাইগার বোলাররা। পরে ১৪৬ রানে তাদের অলআউট করে দিয়ে ১৮ রানের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারে ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট হারিয়েছে বটে, তবে তা অত বড় কোনো সমস্যা হতে পারেনি। বাকিদের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে রানের চাকা ছিল সচল। দ্রুত বাড়তে থাকে লিড। সাদমান ইসলাম ৮২ বলে ৪৬, শাহাদাত হোসেন দিপু ২৬ বলে ২৮ রানের ইনিংস খেলেন। ওয়ানডে মেজাজে খেলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তোলেন ৩৯ বলে ৪২ রান। মাঝে ৩৪ বলে ২৫ রান করেছেন লিটন দাস। ক্রিজে বর্তমানে টিকে আছেন জাকের আলী এবং তাইজুল ইসলাম। ৪৯ বলে ২৯ রান করে অপরাজিত জাকের, অন্যদিকে তাইজুল টিকে আছেন ২২ বলে ৯ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪১.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে বাংলাদেশ, লিড ২১১। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট নিয়েছেন শামার জোসেফ। এছাড়া জাস্টিন গ্রেইভস, আলজারি জোসেফ এবং জেডন সিলস শিকার করেন ১টি করে উইকেট।