ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী তারুণ্যের মেলা, পিঠা উৎসব, নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় গফরগাঁও সরকারি কলেজ ক্যাম্পাসে এ তারুণ্যের মেলার ফিতা কেটে উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা তারুণ্য উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহাম্মদ। এরপর তিনি পিঠার ষ্টল ঘুরে ঘুরে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সহ শিক্ষক-
শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এই বর্ণাঢ্য অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকমণ্ডলী। তারুণ্য মেলায় কলেজ শিক্ষার্থীদের ৪০টি পিঠা স্টল স্থান পেয়েছে। এসব পিঠা স্টলে চিতই, ভাপা, পাটিসাপটা, নকশি পিঠাসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার পসরা সাজিয়ে অংশ নেয় কলেজ শিক্ষার্থীরা। বিভিন্ন স্টলে ভিড় জমে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের। আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
পিঠার উৎসবকে ঘিরে কলেজ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও রঙিন।
উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। যার ফলে পুরো কলেজ ক্যাম্পাস এক উৎসবের আমেজে সৃষ্টি হয়।
আয়োজক কমিটির শিক্ষকমন্ডলীরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সংস্কৃতির বিকাশের জন্য এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে। এছাড়াও এই উৎসব শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।