শেরপুরে ৩১দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০৯ পিএম
শেরপুরে ৩১দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষে শেরপুরে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার রাতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপির নেতৃত্বে শহরের ডিসিগেইট মোড় থেকে এ লিফলেট বিতরণ করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফা রূপরেখার নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে ডিসিগেইট মোড়ে এক সংক্ষিপ্ত পথসমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং জনগণের অধিকার রক্ষায় রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এতে দলমত, জাতিধর্ম নির্বিশেষে গণতন্ত্র ও সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা বলা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, সাধারণ সম্পাদক কাজী সরোয়ার জাহান, বিএনপি নেতা জহুরুল হক কুদ্দুসসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে