ময়মনসিংহের নান্দাইলে শিশু তাসিন হত্যা মামলায় শহীদ মিয়া নামে এক আসামীকে আমৃত্যু কারাদন্ডও দিয়েছেন আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে আসামীকে। এ রায়ে দোষী প্রমাণিত না হওয়ায় তাহের উদ্দিন ও তহুরা বেগম নামে অপর দুই আসামীকে খালাস দেয়া হয়। বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আলী মুনসুর এই রায় প্রদান করেন।
রায়ের বিবরণে জানা যায়, নান্দাইলের মুসল্লী গ্রামের মৃত আ. হামিদের পুত্র আব্দুল কাইয়ুমের সাথে বসত বাড়ীর সীমানা ও গাছপালা নিয়ে বিরোধ ছিল প্রতিবেশী শহিদের। ২০১৬ সালের ১৫ আগস্ট আব্দুল কাইয়ুমের শিশু তাসিনকে অপহরণ করে মুক্তিপন দাবি করে শহীদ। মুক্তিপন না পেয়ে ১৭ আগস্ট স্বাসরোধ করে শিশুটিকে হত্যা করে পাশের বাড়ীর সেফটি ট্যাংকিতে লুকিয়ে রাখে। পরে পুলিশ ঘটনার দুইদিন পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পরদিন শিশু তাসিনের মা পলিনা খাতুন বাদি হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালতে দোষী প্রমাণিত হওয়ায় আগমুল্লী গ্রামের তাহের উদ্দিনের ছেলে শহিদ মিয়াকে ৩৬৪ ধারায় দশ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা জরিমানা, ৩০২ ধারায় আমৃত্যু কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারায় সাত বছর সশ্রম কারাদন্ড ও পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়। দোষী প্রমাণিত না হওয়ায় তাহের উদ্দিন ও তহুরা বেগমকে খালাস দেয়া হয়।