কুড়িগ্রামের চিলমারীতে অস্বাভাবিক শিশুর জন্ম এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় করছেন। বুধবার রাত সাড়ে ৮ টায় উপজেলার সারা হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে সিজারের মাধ্যমে অস্বাভাবিক একটি মেয়ে শিশুর জন্ম হয়। শিশুটির চোখ বন্ধ, গায়ের চামড়া প্লাষ্টিকের মত শক্ত ও ফাঁটা ফাঁটা, দু’কানের সেফ নেই। শিশুটিকে এক নজর দেখার জন্য দুর-দুরান্ত থেকে লোকজন এসে ভীড় করছেন। ভীড় সামলানোর জন্য হাসাপাতালের গেট বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, শিশুটি মজাইডাঙ্গা এলাকা মুকুল মিয়ার কন্যা সন্তান।