আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির এক দফা দাবিতে সংবাদ সম্মেলনের

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:১১ পিএম
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির  এক দফা দাবিতে সংবাদ সম্মেলনের
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির এক দফা দাবিতে উত্তরবঙ্গের ১৬টি সংগঠন নিয়ে গঠিত হয়েছে “আদিবাসী ঐক্য মঞ্চ”। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর নিউ মার্কেটের একটি রেস্টুরেন্টে এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের রেবেকা সরেন, আইনজীবী নরেন্দ্রনাথ টুডুসহ আদিবাসী সংগঠনের নেতারা। বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং ভাষা, সংস্কৃতি সংরক্ষণ ও আত্মবিকাশের অধিকার প্রতিষ্ঠার দাবীতে উত্তরবঙ্গের আদিবাসী সংগঠনসমুহের ঐক্যের ভিত্তিতে গঠিত হয়েছে 'আদিবাসী ঐক্য মঞ্চ। স্বাধীনতার ৫৪ বছরে উত্তরবঙ্গের আদিবাসীরা ৩ লক্ষ একর এর অধিক জমি হারিয়েছে।বিগত আওয়ামী সরকারের সময় ২০১৫ সালে পার্বতীপুর উপজেলার চিড়াকুটা নামে আদিবাসী সাঁওতাল গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে সাম্প্রদায়িক হামলা ঘটিয়ে প্রায় ৫৫টি ঘরবাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়ে পুরো গ্রাম ভষ্ম করে দেয়া হয়, যেখানে অনেকে গুরুতর আহত হন। ২০১৬ সালে রাজনৈতিক মদদে গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে ১ হাজার ৮৪২ একর জমি কজা করা হয়েছে, যার প্রতিবাদ করতে গিয়ে পুলিশ ও দলীয় গুন্ডাবাহিনী একযোগে আদিবাসী ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে ও হামলা চালায়। এঘটনায় শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু ৩ জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। অনেকে গুরুতর আহত হন। সম্প্রতি রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন ও লুটপাট এর মতো ঘটনা ঘটছে, যা জুলাই অভ্যুত্থানে শহীদের আত্মত্যাগের চেতনাকে ভূলুণ্ঠিত করে। অর্ন্তবর্তীকালীন সরকার রাজনৈতিক বলেই দায় এড়িয়ে গেছেন। এসব ঘটনায় আদিবাসীদের পক্ষে কোন বিচার হয়নি। বক্তারা তাদের উপর হওয়া নির্যাতনের বিচার ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি করেন।
আপনার জেলার সংবাদ পড়তে