শিক্ষা প্রতিষ্ঠানে শেখ পরিবারের নামফলক উচ্ছেদ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:১৩ পিএম
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১২টার দিকে একদল লোক একত্রিত হয়ে বাড়িতে আগুন দেয়। এ সময় বাড়িতে কেউ ছিল না। বাড়িতে প্রথমে ভাঙচুর করে পরে আগুন দেওয়া হয়। আগুনে চারতলা বাসার অধিকাংশ কক্ষ পুড়ে গেছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ৪০০ থেকে ৪৫০ জন লোক একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে যায়। বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশে করে সব গুলো কক্ষে প্রথমে ভাঙচুর চালানো হয়। এরপর ১২টার দিকে বাড়িতে আগুন দেয়। এ সময় পুরো চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  আগুন লাগার প্রায় ঘণ্টাখানেক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরো বাসভবনের অধিকাংশ কক্ষ আগুনে পুড়ে গেছে। বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। নয়তো আশেপাশের অনেক বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তো।  বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘সারাদেশে যেভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটছে- একইভাবে বিক্ষুব্ধ জনতা এসে এই বাড়িতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।’  এ বিষয়ে শাহরিয়ার আলমের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে তাঁকে পাওয়া যায়নি। তবে তার বাবা মোহাম্মদ শামসুদ্দিন বলেন, যারা সব জায়গায় এসব করছে তারাই আগুন দিয়েছে। সেখানে পুলিশ আছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানতে পারিনি। এছাড়া বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা ৪ টি আবাসিক হল থেকে আওয়ামী পরিবার ও এই পরিবার সংশ্লিষ্টদের নামফলক মুছে দিয়েছে। পূর্ব ঘোষণা অনুসারে বুধবার রাত ৯ টা থেকে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। কর্মসূচির শুরুতে তারা শহীদ জোহা চত্বরে রাত ৯ টায় জড়ো হতে শুরু করে। এর পর সেখান থেকে সংঘবদ্ধ হয়ে রাবির শেখ মুজিব, শেহ হাসিনা, ফজিলাতুন্নেছা ও কামরুজ্জামানের নাম সম্বলিত আবাসিক হলের দিকে রওনা হয়। তারা একে একে এসব হলের নামফল ভাংচুর করে। এদিকে বৃহস্পতিবার দুপুর ১ টায় রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলে শিক্ষার্থীর। ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, রাজশাহীতে আওয়ামী লীগ ও তাদের দোশরদের কারও নামের চিহ্ন রাখা হবে না। ফ্যাসিস্ট হাসিনা দেশের যা ক্ষতি করেছে তা সবার জানা। এখন সে ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত করে চলেছে।
আপনার জেলার সংবাদ পড়তে