দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা ইউ,পি নজর”ল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।