রংপুরে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২৫ পিএম : | আপডেট: ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২৫ পিএম
রংপুরে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন

পলাতক শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মার্চ ফর জাস্টিস ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়কসহ পার্কের মোড় প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন বেরোবি শাখা ছাত্রদলের আহবায়ক আল-আমিন ইসলাম, সদস্য সচিব রাশেদ মণ্ডল, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির, ছাত্রনেতা আকিব, মাইদুল, ইয়ামিন, ইসমাইল প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে দাবি আদায়ে স্মারকলিপি প্রদান পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাস, বিভাগ ও অনুষদের নেতৃবৃন্দ অংশ নেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে