নীলফামারীর জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ে ষড়যন্ত্রকারী অভিযোগে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ওই শিক্ষকের নাম তোফায়েল আহম্মেদ প্রামানিক। তিনি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক।
বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জলঢাকা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে কলেজ শহিদ মিনার চত্ত্বরে মিলিত হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বিএ ৩য় বর্ষের শিক্ষার্থী আবু সাইদ শাকিল বলেন,ফ্রাসিস্ট,স্বৈরাচার ও আওয়ামীলীগের দোসর এবং জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তোফায়েল আহম্মেদ প্রামানিক আগস্ট পরবর্তী সময়ে কখনো প্রকাশ্যে কখনোবা নেপথ্যে থেকে নানান ভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। তিনি কলেজে অনিয়মিত থাকলেও আমরা তার চক্ষু লজ্জায় কিছু বলি নাই। তারপর তিনি শিক্ষকদের ফ্যসিস্ট রাজনীতিতে ঐক্যবদ্ধ হতে ও ছাত্রলীগকে প্রতিষ্ঠানটিতে পূণর্বাসিত করতে আবারো কলকাঠি নাড়তে শুরু করেছেন। শেষ অবধি তিনি আমাদের বর্তমান কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে ইনিয়ে বিনিয়ে নানান রকম অভিযোগ দেওয়া অব্যাহত রেখেছেন। যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ব্যহত করে। আমরা এমন ফ্যাসিস্ট প্রতিনিধি ষড়যন্ত্রকারী শিক্ষক কলেজ ক্যাম্পাসে দেখতে চাইনা। দ্বাদশ মানবিক শাখার শিক্ষার্থী রাজিয়া সুলতানা বলেন, শুনেছি তিনি রাতের আধাঁরে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তিনি যেসব ষড়যন্ত্র করে যাচ্ছেন তাতে কলেজে শিক্ষার্থীদের মাঝে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। কলেজে এমন ষড়যন্ত্রকারী শিক্ষকের উপস্থিতি আমরা চাই না।
এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক নাহিদ ইসলাম, শিক্ষার্থী বাবলুর রশিদ লেলিন ইসলাম,হিমেল, আমান উল্লাহ,নাহিদ ইসলাম,হাবিবুর রহমান হাবিব প্রমূখ।